Wednesday 27 December 2023

দীদার-এ ইশক্ব

খোদার নামায, খোদার নামায করে মরলা সারা জীবন, মোল্লা, 

খোদার নামায করে মরলা... সারা জীবন... মোল্লা, 

খোদাকেই না দেখলা, তো কার নামায পড়লা?

বেহশের আনন্দ বাহশির মাঝে নেই।

খোদার কাছে হোশে থাকার আর্জি ছিলো এই অধমের

খোদার কাছে হোশে থাকার আর্জি ছিলো... এই অধমের

আজো মরছে এই অধম বেহশ না হতে পারার দহনে। 

বিলীন আর কি হবো, যুদা কখন হলাম?

আমি, আমি হতে চেয়ে তোমাকে পাই নি,

আমি, আমি হতে চেয়ে... তোমাকে পাই নি,

কিন্তু তোমাকে কাছে পেয়ে আমি আর আমি হতে চাই নি।"

Friday 28 April 2023

ChatGPT Prompt: Tour Plan

Prompt: 

Generate a table of 4 columns with Name, Location, Description of 100 words. Best times to visit. Based on 5 places to visit in Dhaka with my wife. Audience: FnF, Age: 18-30, Tone: Casual. Make it catchy. 

ChatGPT:

Certainly! Here's a table of 5 romantic places to visit in Dhaka with your wife, perfect for a memorable trip with your loved one. This table is ideal for your FnF with a casual and catchy tone, aged 18-30:

NameLocationDescriptionBest times to visit
Lalbagh FortOld DhakaTravel back in time to the Mughal era at Lalbagh Fort, a magnificent 17th-century palace that exudes grandeur and romance. Explore the ornate gardens, marvel at the stunning architecture, and soak in the history.October to March
Baldha GardenWariGet lost in the beauty of nature at Baldha Garden, a botanical wonderland that's a feast for the senses. Admire the exotic plants and flowers, stroll along the paths, and listen to the birds sing.October to February
Ahsan ManzilOld DhakaStep into a fairytale at Ahsan Manzil, a palace that was once home to the Nawab of Dhaka. Wander through the opulent halls, gaze at the stunning chandeliers, and feel like royalty.November to February
Dhaka Boat TourBuriganga RiverSail away into the sunset on a romantic boat tour of Dhaka's rivers. Admire the city skyline, watch the locals go about their daily lives, and feel the wind in your hair.November to February
Bistro EGulshanine and dine your way to your partner's heart at Bistro E, a chic restaurant that serves delicious food and drinks in a cozy ambiance. Try the local delicacies, sip on a cocktail, and enjoy the view.All year round

There you have it - five enchanting places in Dhaka that are perfect for a romantic getaway with your wife. Whether you're history buffs, nature lovers, or foodies, these places will create lasting memories for both of you. So grab your loved one, hold hands, and let Dhaka be your love story!

Saturday 18 March 2023

একটি পরীক্ষায় ১০০ টি প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নের মান ১, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। কত উপায়ে ৫ নম্বর পাওয়া যায়?

Problem: 

একটি পরীক্ষায় ১০০ টি প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নের মান ১, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। কত উপায়ে ৫ নম্বর পাওয়া যায়?


Solution:

১. ৫ টা সঠিক। 100C5=a1

২. ৬ টা সঠিক ৪ টা ভুল = 100C6*94C4=a2

৩. ৭ টা সঠিক ৮ টা ভুল = 100C7*93C8=a3

.....

X= 100Cn*(100-n)Cx [n+x=<=100]

n=corrcet

x=incorrect

এখান থেকে জেনারেল ফর্ম বের করতে পারলেই হয়ে যাবে

Ans:a1+a2+a3+

Thursday 15 September 2022

LinkedIn Ad Campaigns:

 

1. Awareness: Brand Awareness

Outcome: Increase in visibility & share of voice

Metrics: 

  • Impressions & Reach

2. Consideration: Website visits, Engagement, VIdeo views

Outcome: Deeper engagement that builds a relationship

Metrics: 

  • Website visits
  • Engagement with posts
  • Video views

3. Conversions: Lead generation, Talent leads, Website conversions

Outcome: Significant next steps that lead to purchase decisions

Metrics: 

  • Website conversions
  • Lead generation forms

Saturday 20 August 2022

Race Review: Marine Drive Ultra

মেরিন ড্রাইভ রোডটাকে বছরে একটা দিন যদি শুধু রানারদের জন্য রিজার্ভ করে দেওয়া যেত তাহলে এই রাস্তাটা লন্ডন, বার্লিন, নিউ ইয়োর্ক, বস্টন, শিকাগো, টোকিও বা মুম্বাই ম্যারাথনগুলার মত পুরা দেশটাকে প্রোমোট করতো। বাইরের দেশগুলা থেকে রানাররা আসতো একদিকে দুনিয়ার সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত আরেক দিকে গাঢ় সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে দৌড়াতে। পর্যটনখাতে কি বিশাল কন্ট্রিবিউশন শুরু করতে পারে এই মেরিন ড্রাইভ কল্পনা করতেও ভালই লাগে।

এই মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে বাংলাদেশে আল্ট্রা ম্যরাথন নামের প্রতি সুবিচার করা ইভেন্ট অর্গানাইজ করে আসছে Travelers Of Bangladesh (TOB)। রানার হিসেবে গত ২ বছরে ২টা ইভেন্টকে মার্কিং করার চেষ্টা করছি,

মার্কিংঃ

1. Registration Process: 5/5

2. Communication:  5/5

3. Kit Distribution: 5/5

4. Bag Deposite Support: 5/5

5. Changing & Prayer Facility: 5/5

6. Toilet Facility: 5/5

7. Volunteer Support (overall): 5/5

8. Route Plan: 5/5

9. Route Controlling: 2/5

10. Direction and Challenges Marking: 5/5

11. On-Track Support: 5/5

12. Hydration Support: 5/5

13. Med Support: 5/5

14. Weatherwise Plan: 4/5

15. Waste Management Plan: 5/5

16. Start & Finish Line Plan: 4/5

17. Honourary Plans: 5/5

18. Snacks and Medal Distribution: 5/5

19. Photography and Photo Session Facility: 5/5

20. Overall Race Direction: 4/5

Total: 94/100


+:

+ রাস্তাটা 🤩🤩🤩

+ ভলেন্টিয়ার সিলেকশন, রানার/সাইক্লিস্টদের নিয়ে very well groomed ভলেন্টিয়ার টীম বানায়,

+ শুরুতে+শেষে+হাইড্রেশন পয়েন্টগুলা সুপার well planned,

+ দেশের রেসগুলার মধ্যে সবচেয়ে ডাইভার্সড পার্টিসিপেন্স পাবেন আশেপাশে,

+ ওভার ইমেইল+ফেসবুক পেইজে রেগুলার রেস প্ল্যানিং গাইড শেয়ার করেন।

-:

- রেস ডে তে রাস্তাটাকে রিজার্ভ করতে পারে নি এখন পর্যন্ত, এটা হওয়াটা খুব জরুরী। Marine Drive Ultra ব্র্যান্ড পজিশনটার ভবিষ্যৎ এটার উপরে ডিপেন্ড করছে। 

Suggestion:

১। প্রথম ইভেন্টের রেসের ডেট (সিজন ওয়াইজ), স্টার্টিং টাইম (যত ভোরে পসিবল) বেটার ছিলো।

২। ছবিগুলা একটু জলদি জলদি যদি পাওয়া যেত।

Comment: জীবনে একবার হলেও এই রাস্তা দিয়ে দৌড়ানো উচিত।

বিঃদ্রঃ লাস্ট ইভেন্ট শেষের পর হাইড্রেশন ব্যাগটা খুঁজে পাই নি। 

#MDU #মেরিনড্রাইভআলট্রা #marinedriveultra