Monday 9 December 2019

Stage: 3

রেগুলার দিনের Diet Plan:
সকালে ট্রেনিং-এর আগেঃ
  • পাতলা কফির সাথে almond milk মিশিয়ে,
  • সাথে বিস্কুট/রুটি
দৌড়+ট্রেইনিং
নাস্তাঃ 
  • রেগুলার নাস্তা - রুটি+সাথে যা থাকে, আর-
  • ১-২টা ডিম পোচ, 
  • ১টা বড় অথবা ২-৩টা ছোট কলা,
  • ২ চা চামচ পিনাট বাটার, 
  • পারলে প্রোটিন স্মুদি
দুপুরের খাবারঃ
  • রেগুলার খাবার - ভাত+সাথে যা থাকে, আর-
  • ডাল,
  • মাছ/মাংস থাকলে ভাল।
দৌড়+ট্রেইনিং
বিকালের নাস্তাঃ 
  • আঙ্গুর, 
  • আপেল, 
  • খেজুর, 
  • শশা (যত বেশি ইচ্ছা),
  • পারলে ১ কাপ yogurt
রাতের খাবারঃ
  • রেগুলার রাতের খাবার, আর-
  • পারলে রাতের খাবারের সমান পরিমানে/অর্ধেক পরিমান সালাদ।
_________________________________

রেসের আগের ৩ সপ্তাহের Diet Plan:
সকালে ট্রেনিং-এর আগেঃ

  • পাতলা কফির সাথে almond milk মিশিয়ে
  • ২-৫টা খেজুর
  • সাথে বিস্কুট/রুটি
দৌড়+ট্রেইনিং
সকালে ট্রেনিং-এর পরেঃ 
  • প্রোটিং স্মুদি
  • সাথে বিস্কুট/রুটি
নাস্তাঃ 
  • রেগুলার নাস্তা - রুটি+সাথে যা থাকে, আর-
  • ১-২টা ডিম পোচ, 
  • ১টা বড় অথবা ২-৩টা ছোট কলা,
  • ১টা আস্ত কমলা
  • ১-২মুট বাদাম
পারলে Light Gym Routine
দুপুরের খাবারঃ
  • রেগুলার খাবার - ভাত+সাথে যা থাকে, আর-
  • ডাল,
  • মাছ/মাংস থাকলে ভাল,
  • শশা/সালাদ
বিকালে ট্রেনিং-এর আগেঃ
  • পাতলা লেবু চা,
  • ১ চা চামচ পিনাট বাটার
দৌড়+ট্রেইনিং
বিকালের নাস্তাঃ 
  • আঙ্গুর, 
  • আপেল, 
  • খেজুর, 
  • শশা (যত বেশি ইচ্ছা),
  • পারলে ১ কাপ yogurt
রাতের খাবারঃ
  • রেগুলার রাতের খাবার / পারলে ছাতু অথবা সবজি+ডিম দিয়ে সেদ্ধ নুডুলস আর-
  • রাতের খাবারের সমান পরিমানে/অর্ধেক পরিমান সালাদ।
  • ঠাণ্ডা দুধ। 

Saturday 23 November 2019

Modelling: optimal marathon performance on the basis of physiological factors

রানিং এ টাইমিং নিয়ে কাজ করতে চান যারা তাদের জন্য এই পেপারটা কাজে দিতে পারে। স্পেশিয়ালি যারা পোডিয়াম টার্গেট করে প্র্যাকটিস করেন।
Minnesota-এর Mayo Clinic-এর ডাঃ মাইকেল জয়নারের একটা মাল্টিলেয়ার স্টেস্টিকাল মডেল এটা। পেপারটার ব্যাপারে দুইটা স্পয়লার দিচ্ছি শুধু,
  1. কিপচোগে বা বেকেলেদের সাব-2hr টার্গেটে প্র্যাকটিস রুটিনের ব্যাখ্যা করা হয়েছে,
  2. মানুষের পক্ষে ফুল ম্যারাথনের টাইমিং 1:57:58-এ নামিয়ে আনার থিওরেটিকাল পার্টগুলা ব্যাখ্যা করা হয়েছে।

Enjoy 🏆

Thursday 24 October 2019

2 Running Events in 1 day - Great Experience!

জোস একটা সকাল ছিলো আজকে। একদিনে ২টা ইভেন্ট। এই পয়েন্ট নিয়ে পরে বলছি, আগে একটা মজার জিনিস শেয়ার করি, কেউ কি JCI ইভেন্টের snacks box - এর উপরটা খেয়াল করেছেন? ৪নাম্বার ছবিতে দেখেন, অসাধারন না আইডিয়াটা?
No photo description available.
আচ্ছা এবার আসি আজকের এক্সপেরিয়েন্স নিয়ে। ভিন্ন ভিন্ন রানাদের ভিন্ন ভিন্ন ফিলোসফি থাকতে পারে, আমি আমারটা শুধু বলি, I believe we are just spirits who have given the opurtunity to experience human life form, and only for a while. তাই আমি মেমোরি কালেক্ট করাতে বিশ্বাস করি। সেই কারনেই একই দিনে একই সময়ে দুইটা আলাদা ভেন্যুতে দৌড়াতে রাজি হয়েছিলাম। And no kidding really, I'd trade the medal anyday for the fun we had on the way to each veues today. রেজা ভাই, রানা ভাই, এপি আপু, আবু বকর ভাই, তৌসিফ, পাপিয়া আপু আর আমি মিলে যেভাবে খাবিখা করে Pinkathon-এর জন্য রমনাতে গিয়েছি আর ব্যাক করেছি। Rest of you guys had to be there, it was so much fun.
Image may contain: 20 people, including Rayhan Ahamed, Palash Rezvi, Tousif Alam, Hasin Arefin Khan, Josepha Elizabeth, Imran Hossain, Rezaul Kabir, Mohammad Abu Bakar, Md Ali and 2 others, people smiling, people standing
ইন শর্ট, আজকের ইভেন্ট দুইটাই খুবই ভাল কজকে সামনে রেখে হয়েছে।
১. JCI - জীবনে সুস্থ থাকা নিয়ে এডিক্টেড হয়ে গেলে, অনেকগুলা বাজে এডিক্টশন এমনিই চলে যায়। কিন্তু এটা নিজের জন্যই নিজেকে ডেইলি মনে করিয়ে দেওয়া দরকার। তাই, Thank you JCI.

২. মন থেকে বলছি, ইতিহাসে মেলা বছর ধরে আমরা নিজেরাই আমাদের সমাজের অনেকগুলা সমস্যার মেইন কারণ ছিলাম। এখন আমাদেরকে নিজেদের প্রয়োজনে হলেও সমাজের বাকি অর্ধেক অংশ, নারীদেরকে তাদের ফান্ডামেন্টাল রাইটস গুলা ফিরিয়ে দেওয়ার জন্য আগিয়ে আসা লাগবে। Pinkathon আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছিলো আজকে সেটাই সেলিব্রেট করার জন্য। অনেক কিছুর পরওে ওরগানাইজাররা মোটামোটা ভাল ভাবেই ইভেন্টটা কনডাক্ট করেছেন। সামনের বছরগুলাতে ঢাকাতে আরো বড় করে Pinkathon Day celebrate হবে আশা করছি।
আচ্ছা, বেশি বড় হয়ে যাচ্ছে, শেষ করা দরকার। লাস্ট কথা, আজকের একটা সুন্দর মোমেন্ট ছিলো ইতি আপুর কাছ থেকে মেডেল পরতে পারা। আজকের ফেভরেট।
Image may contain: 3 people, including Hasin Arefin Khan and Wahedur Rahman, people smiling, people standing, tree, outdoor and nature
আজকে সবাই মিলে দৌড়াদৌড়িতে সবার সাথে বেশি ছবি তোলা হয় নি। গ্রুপের সবাই সবগুলা সুন্দর সুন্দর ছবি আপলোড করে ফেলেছেন, ধন্যবাদ সবাই, সেইম ছবিগুলা আর অ্যাটাচ করছি না এই পোস্টে।

Saturday 19 October 2019

"-titude" Words I Have Learned:

  1. Altitude: upward distance
  2. Aptitude: inherent ability to learn things
  3. Attitude: manner of carrying oneself
  4. Beatitude: supreme blessedness/happiness
  5. Certitude: complete assurance
  6. Colatitude: nautical complement of celestial latitude, (given latitude ~ 90°)
  7. Correctitude: appropriate manners, propriety.
  8. Exactitude: precision/accuracy
  9. Fortitude: strength of mind, especially to courageously endure pain/adversity
  10. Gratitude: thankfulness
  11. Inaptitude/Ineptitude: inability/incompetence
  12. Incertitude: uncertainty/insecurity/instability
  13. Ingratitude: ungratefulness
  14. Inexactitude: inexactness.
  15. Latitude: angular distance north or south of the earth's equator
  16. Midlatitude: middle latitude of Earth 
  17. Multitude: very great number/masses
  18. Plentitude: abundance 
  19. Platitude: banal remark, especially expressed as if it were original. kinda like cliché
  20. Promptitude: punctuality
  21. Rectitude: moral/religious correctness
  22. Senectitude: old age/elderliness
  23. Vastitude: vastness of space
Let me know if there is/are anymore.

Saturday 5 October 2019

2nd Stage:

বিকালে অথবা রাতে খাওয়ার আগেঃ 
  1. বারবেল ৮ সেকেন্ড করে - ৩ সেট
  2. ৫(/১০)টা পুশ-আপ - ৩ সেট
  3. ৫(/১০)টা squat - ৩ সেট
  4. ১০ সেকেন্ড করে plank - ৩ সেট
  5. সপ্তাহে অন্তত ১০*৩=৩০কিমি দৌড়ানো
খাবার (খেতেই হবে): 
  1. ডিম লাইট পোচ - ১ দিন পরপর
  2. কলা অন্তত ১টা ডেইলি / ১ দিন পরপর 
  3. টক যেকোনো ফল ১টা ডেইলি / ১ দিন পরপর 
  4. সপ্তাহে অন্তত ১কাপ (ম্যাক্সিমাম ১+১=২কাপ) ফুল ইয়োগার্ট (খেজুর-বাদাম-কিসমিস দিয়ে খেতে পারেন) 
  5. যেদিন দৌড়াবেন/জগিং করবেন, সেদিন দৌড়ানো/জগিং-এর আগে ১চা চামুচ মধু (ব্র্যান্ডেড গুলা না কিন্তু)
রেগুলার খাবারঃ 
  1. সকালে নাস্তার সাথে ১(ম্যাক্সিমাম ২টা) খেজুর
  2. ১২/১২ঃ৩০ এর দিকে ১টা টমেটো
  3. অ্যাপেল সাইডার ভিনেগার ১ চা চামুচ পানির সাথে মিশিয়ে দুপুরের খাবার খাওয়ার সময় 
  4. বিকালে ম্যাক্সিমাম ১মুট বাদাম আর অল্প কিসমিস
  5. আঙ্গুর/স্ট্রোব্যারী ডেইলি অল্প (যদি পসিবল হয়)
  6. সারাদিনে ১কাপ পরিমান কাঁচা ছোলা (ছিলকাসহ)
  7. শর্করাঃ ভাতের বদলে রুটি (ঘরে বানানো যেকোনো টাইপ) আর নুডুলস/পাস্তা - যতবেশি পারা যায়
  8. রুটির সাথে স্যুপ/ব্রথ
  9. প্রোটিনঃ ডেইলি হয় ডিম না হয় মাছ/যেকোনো মাংস (স্পেশালি সকালের নাস্তায়)
  10. সবজি - যখন যত বেশি সম্ভব
  11. পানি - সারাদিনে ৩-৫লিটার
খাওয়া যাবেই নাঃ
  1. চিনি, লো-ক্যাল চিনি
  2. কেনাঃ পাউরুটি, কেক, বিস্কুট (সল্টেড হলে খাওয়া যাবে), কুকিজ, নাস্তার cereal, ফাস্ট ফুড 
  3. আলুর চিপস
  4. কোল্ড ড্রিংস, কফি, চা, বোটোল্ড/ক্যানড জুস
  5. ডিপ ফ্রাইড (ভাজা-পোড়া সব বাদ)
  6. ক্যান্ডি, চকলেট (সুগার ফ্রি ডার্ক চকলেট আবার পুরাপুরি হালাল)
  7. আইসক্রিম
  8. প্রোসেসড মাংসঃ সসেজ, ক্যানড মাংস/মাছ
  9. গ্রিলড মাছ/মাংস
  10. যেকোনো প্রোসেসড চিজ (আসল চিজগুলা কিন্তু পুরাপুরি হালাল)

1st Stage:

খাওয়া যাবেই নাঃ
* কোল্ড ড্রিংক্স
* জুস

না খাওয়া বেটারঃ
* চিনি
* চা
* কফি
* ফ্রাইড যেকোনো খাবার


রেগুলার খাওয়ার নিয়মঃ
* ডেইলি ১টা খেজুর
* প্রত্যেক ঘন্টায় ২/১ ছোলা + ছোলা ভিজানোর পানিটা সকাল এর নাস্তার সাথে খাওয়া
* প্রত্যেক বেলার খাওয়ার আগে, বাসার বাইরে যাওয়ার আগে, শাওয়ারের আগে, ঘুমানোর আগে ১ গ্লাস করে পানি খাওয়া লাগবেই
* Week -এ অন্তত একদিন সকালে ডিম লাইটলি পোচ খাওয়া লাগবে,
* Week -এ অন্তত ১ মুট বাদাম খাওয়া ভাল।

Saturday 14 September 2019

Duathlon Sreemangal Challenge 2019 - Practice

শ্রীমঙ্গলের ডুয়্যেথলন ইভেন্টের রুটিনের আদলে আজকে প্র্যাকটিস করলাম আমি আর MG Gofur Farid ভাই।
মোট 47.6KM Cycling, আর 8.3KM Running:
  1. Cycling 🚵‍♂️🚴‍♂️: 12.50 KM
  2. Running🏃‍♂️🏃‍♂️: 05.67 KM
  3. Cycling 🚵‍♂️🚴‍♂️: 22.61 KM
  4. Running🏃‍♂️🚶‍♂️:02.63 KM
  5. Cycling 🚵‍♂️🚴‍♂️: 12.50 KM
Image may contain: MG Gofur Farid and Hasin Arefin Khan, people smiling, beard and outdoor
আজকের বেস্ট পার্ট ছিলো Tariqul Islam Rana ভাই, Abdullah Tahir Chowdhury ভাই আর Sultan Mahmud Ripon ভাইয়ের সাজেশনগুলা। একেকজন একেক টপিকে সাজেশন দিয়েছেন। একগাদা বোকা মার্কা প্রশ্ন করে গেছি, তারা দুনিয়ার ধৈর্য নিয়ে শুনেও গেছেন, সাজেশনও দিয়ে গেছেন। ভাইয়ারা, সবসময় এইভাবেই আগলিয়ে রেখেন কমিউনিটিটাকে।
No photo description available.
আরেকটা জোস পার্ট ছিলো ব্রীজগুলা থেকে নামার সময় কিছুক্ষণ পর Mohammad Shamsuzzaman Arafat ভাই অ্যারো করে শাই শাই করে চলে যাওয়ার সময় ভাইয়ার প্যাডেলিং দেখতে পারাটা। আর, মাঝে দিয়ে অনেকদিন পর Andolon ভাই আর Wanas ভাইয়ের সাথে দেখা হওয়াটা ইনসেল্ফ ট্রিট ছিলো।
Image may contain: text
আচ্ছা, আর কথা না টানি, আজকে টাইমিং আর স্পীডের বদলে এনডিউরেন্সের দিকে ফোকাস করেছিলাম, আর পাহাড়ি রাস্তায় প্রেডিক্টেড টাইমের সাথে মিলানোর জন্য ১-৬ আর ২-৬ এ চালিয়েছি।
সবাই দোয়া করেন সামনের ইভেন্টের জন্য।

Wednesday 4 September 2019

DOUR visited Chandrima Uddan

Dour (দৌড়) 🏃‍♂️🏃‍♀️ আজকে চন্দ্রিমায় ঘুরতে গেছিলো। একগাদা নতুন মুখ, একগাদা সুপারস্টার, একগাদা পুরনো সাথী আর চন্দ্রিমা রানার্স গ্রুপ - সব্বাই মিলে মিশে একসাথে এক রানিং ট্র‍্যাকে।
Image may contain: 4 people, including Hasin Arefin Khan, people smiling, outdoor and nature
আজকে নতুন যারা এসেছেন যেমন নাজিয়াপু, নিশিপু, নকিব ভাই, নকিব ভাইয়ের বন্ধু সহ আরো যারা এসেছিলেন তাদেরকে স্প্যাশিয়াল থ্যাংকস, আপনাদের জন্যই এই আয়োজন, এই সব কিছু, এই কমিউনিটিটাকে গ্রো করানো, টিকিয়ে রাখা, সবকিছু আপনাদেরকে জন্যই এবং আপানদের হাতেই।
Image may contain: 8 people, including Sharif Ahammed, Mahfuz Shawon, Ratna Julianna Gomes, Hasin Arefin Khan and Jordge Rahman, people smiling, child, grass, outdoor and nature
আর আজকের স্পেশাল গিফট ছিলো Cdo Haseeb ভাইয়া আর Mahfuz ভাইয়ের জয়েন করাটা। এই যে সুপারস্টাররা এসছিলেন আমাদের সচল রাখতে, তাদের নিয়ে কি বলবো, তাদের দেখলেই তো মনটা ভাল হয়ে যায়। পাশ দিয়ে তাদের দৌড়ে যেতে দেখলেও তো আরো এক কিলো মেরে দেয়ার তেজ আসে। আপনাদের সংগ আর ভালবাসা যেন এভাবেই পাই সব সময়, ভাইয়ারা।
Image may contain: 2 people, people playing sport, tree, sky, grass, child, outdoor and nature
আচ্ছা, রেগুলার মুখদের নিয়ে কি বলবো এখন! আপনারা তো ফ্যামিলির মতো, থ্যাংকস দেয়া কি ঠিক হবে?
যাই হোক, ইন'শা'আল্লাহ সামনের দিনগুলোতেও দেখা হবে বন্ধুরা, ভাইয়ারা।
Just remember, our only goal is to come back again tomorrow!
জীবনটা মোটামুটি সুন্দর, তাই না?
Image may contain: 1 person, playing a sport, grass, tree, outdoor and nature

BYLC Running with Purpose - Dhaka

ছোটবেলা থেকে আত্মীয়স্বজনদের একটা কমন কথা শুনে এসছি যে বিয়ে-মিলাদ আর গেটটুগ্যাদার ছাড়া সবার সাথে দেখা হয় না। তখন বুঝতাম না, অল্প বড় হয়ে এখন একটু একটু বুঝি এই কথাটার মানেটাকে।
Image may contain: Sajjad Hossain Snigdho, Hasin Arefin Khan and Mahfuz Shawon, people smiling, people standing, shorts and outdoor
এই যে আমাদের running community-তে যারা আছেন, যারা অ্যাকচুয়ালি আমাদেরকে খুঁজে নেওয়া আত্মীয়স্বজনদের মত, যাদের সাথে চাইলেও রেগুলার দেখা করা হয় না। দেখা হয় আজকের মত এই ইভেন্টগুলাতে। তাদের জন্য একেকটা ইভেন্টকে একেকটা ফেসটিভের মত মনে হয় এখন। এই কারনেই গায়ে ডেঙ্গুর জ্বর নিয়েও মিস করতে ইচ্ছা করে না এই ইভেন্টগুলাকে। #BYLC
Image may contain: 20 people, including Khan Akter, Mehedi Hasan Shojol, Saiful Islam Shanto, Sanjay Debnath and Akash Mahmud, people smiling, outdoor
সুস্থ থাকুক এই মুখগুলা,
বেশি করে হোক এই ইভেন্টগুলা,
Image may contain: 1 person, outdoor
দীর্ঘজীবী হোক দৌড়া দৌড়ি।

A Run for Your Child - Hosted by Chandrima Runners

চন্দ্রিমা রানার্স টীমকে ধন্যবাদ আমাদের শিখিয়ে + দেখিয়ে দেওয়ার জন্য যে কত সহজে নিজেদের ইস্যুগুলা নিয়ে নিজেরাই কাজ কিভাবে শুরু করা যায়। সবকিছুর জন্য সরকার আর রাষ্ট্রযন্ত্রের দিকে তাকিয়ে না থেকে আমরা নিজেরাই উদ্যোগী হতে পারি। আর নিজেদের কাজ করার মধ্যে যে আনন্দ আছে, তা আমরা ভুলতে বসেছি! বিস্মৃত সেই আনন্দ মনে করিয়ে দিল ঢাকার ওয়ান অফ দ্যা মোস্ট এক্টিভ রানিং কমিউনিটিটা।
Image may contain: 8 people, including Uchchhas Mahmud Zakaria, Md Ali, Hasin Arefin Khan, Cdo Haseeb and Firoz Alam, people smiling, people standing and outdoor
আরেকটা বিষয়, আজকে প্রায় একই সময়ে Chandrima Runners আর RamnaRunners - চাইল্ড অ্যাবিউজ আর সেক্সুয়াল অ্যাবিউজ- দু'টা মারাত্মক ইমপর্টেন্ট ইস্যু নিয়ে দৌড়ালো, voice raise করল, দৌড়ের মাধ্যমে অন্তত নিজেদের কমিউনিটির মধ্যে থেকে এই দুইটা ইস্যু নিয়ে কাজ করা শুরু করলো। ঠিক এটাই আমাদের দেশের দৌড়ের কমিউনিটিগুলার সাকসেস। এরকম আরো চাই।
Image may contain: 10 people, including Rezaul Kabir, Firoz Alam and Hasin Arefin Khan, people smiling, people standing, selfie and outdoor
BTW, চন্দ্রিমার আজকের জার্সিটা অলরেডী আমার টপ মোস্ট ফেভ্রেট হয়ে গেছে। চন্দ্রিমাকে স্পেশাল থ্যাংকস, রানিং-এর ইভেন্টে ফার্স্ট টাইম ফুলস্লিভ টি-শার্টটা দেওয়ার জন্য। নিজের জন্য ফুলস্লীভ আর স্লীভলেস পছন্দ আমার। আমার ফেভ্রেট হতে পারে, কিন্তু হাফস্লিভ ছাড়া আর অপশন থাকে না ইভেন্টগুলাতে বেশি একটা। বুঝি যে আসলে এটা বাড়তি খরচ তাই সবার পক্ষে সম্ভবও হয় না। যাই হোক, লেস দেন এক বছরের রানিং টাইমে এই প্রথম কেউ ফুলস্লিভ দিলো। কিন্তু কাহিনী হচ্ছে এখন আর এটা এমনি এমনি পড়তে মন চাচ্ছে না, স্পেশাল রানগুলাতে দেখা হবে এই জার্সিতে।
Image may contain: Hasin Arefin Khan, smiling, riding a bicycle, tree, sky, bicycle, plant, outdoor and nature
আর, আজকে খুব বেশি ছবি তোলা হয় নি, তাই কয়েকটা ছবি কয়েকজনের কাছ থেকে কালেক্ট করে এক সাথে পোস্ট করলাম, কোনটা কার কাছ থেকে নিয়েছি মার্ক করি নি, তাই আলাদা করে ক্রেডিট দিতে পারছি না না তবে বেশির ভাগ রেজা ভাইয়ের, প্লিজ কেউ রাগ করবেন না।
Image may contain: one or more people, people standing, sky and outdoor

Saturday 31 August 2019

Meaning of life:

If you consider eternity not to be an infinite temporal duration but the quality of timelessness, does eternity belong to those who live in the present? 
- Ludwig Wittgenstein
Image may contain: ocean, sky, outdoor and water

Monday 1 July 2019

DOUR - Fast 5 KM - July '19

শুরু হয়ে গেছে #DOUR-এর মান্থলি আয়োজন - Fast 5KM.

সহজভাবে বললে, ছেলে আর মেয়েদের মধ্যে যে দুজন অন্য সবার চেয়ে 5KM-এ এন্ডোমোন্ডোতে বেস্ট টাইম রেকর্ড করতে পারবে, সে দুইজন জয়ী হবে। পাবে সুভেনিয়র।
কোনো আননেসেসারি রুল নাই। তারপরও কয়েকটা বিষয় বলি,
  • এই এক মাসে, যেকেউ যেকোনো সময় যেকোনো জায়গা থেকে জয়েন করতে পারবেন।
  • এন্ডোমোন্ডোর #DOUR-এর চ্যালেঞ্জ-এর অংশগ্রহণকারী হতে হবে। (URL: https://www.endomondo.com/challenges/40637813)
  • যতবার চান, ততবার দৌড়ান, দ্রুততম রানটা কাউন্ট হবে।
  • ম্যানুয়াল এন্ট্রি ভারচুয়াল কম্পিটিশনে কেউ কাউন্ট করে না, আমরাও আমজনতা।
  • Try and don't cheat, we are not here to police you, but we are sure you won't wanna get marked in this heavily active community.
এটা একটা সাধারন রেস, এই গরমে নিজের দিকে খেয়াল রেখে অংশগ্রহন করুন। সবাইকে শুভকামনা।

Monday 17 June 2019

Me, Not Others

একজন মুসলমানের চাল-চলন এরকমের হয় যে, সে যদি তাঁর কোন মুসলমান ভাইয়ের দাঁড়ি বেয়ে হারাম পানির ফোটা পরতে দেখে তো তাঁর মনে প্রথমে আসবে হয়তো কেউ সেই ভাইয়ের গায়ে সেটা ঢেলে দিয়েছে।
যদি নামাযের ওয়াক্তে কোনো মুসলমান ভাইকে হাত মুখ শুকনা অবস্থায় রাস্তা দিয়ে যেতে দেখে [ওযুর শেষে পানির লেগে থাকা অংশ না দেখতে পাওয়া] তাহলে সে ভেবে নিবে তাঁর ভাই হয়তো আগের থেকেই ওযু অবস্থায় ছিল।
যদি কোন মুসলমান ভাইয়ের মধ্যে কোন ভুল দেখতে পায় সে ধরে নিবে তাঁর নিজের দেখার ভুল। এই যখন একজন মুসলমানের চালচলনের পরিচয় তখন যদি কেউ কিছু খারাপ দেখতে পায় সেটাকে কি সে খারাপ বলবে না? বলবে। কিন্তু খারাপ কে খারাপ বলার জন্য খারাপ বিষয় টাকে মুখে উচ্চারনের কি কোনো দরকার আছে? পাশে কোনো মেয়েকে বেপর্দায় দেখলে কোনো মুসলমান ভাই সে দিকে আঙ্গুল তুলতে পারে না, বাজে কিছু বলার তো প্রশ্নই আশে না, তাঁর তো প্রথম কাজ তখন নিজের চোখের পর্দা নিশ্চিত করা।
একটা অনুরোধ, ভারতে গিয়ে বাংলাদেশি মেয়েদের বাজে অভিজ্ঞতার ঘটনা নতুন না, কিন্তু কিছুদিন আগের ঘটনায় ফেসবুক ভরে যাচ্ছে, পোস্টের সাথে থাকা ছবিটার জন্য। গতকয়েকদিনে আনফোলো আর হাইড ফোটো করতে ভালো কস্ট করতে হয়েছে। কস্ট দিয়েন না।

Saturday 1 June 2019

Love every soul.

I love Bangladesh, India and Pakistan. Equally. Not in any order. Equally. I am the new generation. Love makes me go on. I have seen what hatred has done to these three nations. I read the same history books as you lot. It was Love, for each other, that was missing on those pages...

You can hate me for who I love. I love everything that lives. Love perseveres. 

Thursday 16 May 2019

Why Dan and Dave's GoT is a big messed up crap:

Allow me to demonstrate why Dan and Dave's GoT is a big messed up crap,

1. Name of the story is: A Song of Ice and Fire 🔥 ❄️
* Danny, from the house Targaryen personifying the fire 🔥
* Night king is in control of ice 🌬️❄️

 In the battle, they didn't even face each other. Big disappointment. We are deprived of the mighty battle between Living and Death. 

2. Name of the TV series was: Game of Thrones 👑🏰⚔️
* Danny, thinking she's promised the power 👑
* Cersei, reigning Queen 🏰
* Jon, benevolent ruler 🛡️⚔️
probably the prophecied too.
 Them three didn't confront each other in the final battle. Feminism is a hot topic, if Dan and Dave wanted Hollywood template success, they could have better the war by a battle between Danny v Cercei at the least. We are being deprived of the ultimate war for power too. 
Image may contain: night, sky, plant and outdoor

Martin's Game of Thrones could have been a monumental collection in modern literature. No bad name to the story really, Dan and Dav have now become a name of shame in the history of the motion picture. #GoT #gameofthrones