Thursday, 24 October 2019

2 Running Events in 1 day - Great Experience!

জোস একটা সকাল ছিলো আজকে। একদিনে ২টা ইভেন্ট। এই পয়েন্ট নিয়ে পরে বলছি, আগে একটা মজার জিনিস শেয়ার করি, কেউ কি JCI ইভেন্টের snacks box - এর উপরটা খেয়াল করেছেন? ৪নাম্বার ছবিতে দেখেন, অসাধারন না আইডিয়াটা?
No photo description available.
আচ্ছা এবার আসি আজকের এক্সপেরিয়েন্স নিয়ে। ভিন্ন ভিন্ন রানাদের ভিন্ন ভিন্ন ফিলোসফি থাকতে পারে, আমি আমারটা শুধু বলি, I believe we are just spirits who have given the opurtunity to experience human life form, and only for a while. তাই আমি মেমোরি কালেক্ট করাতে বিশ্বাস করি। সেই কারনেই একই দিনে একই সময়ে দুইটা আলাদা ভেন্যুতে দৌড়াতে রাজি হয়েছিলাম। And no kidding really, I'd trade the medal anyday for the fun we had on the way to each veues today. রেজা ভাই, রানা ভাই, এপি আপু, আবু বকর ভাই, তৌসিফ, পাপিয়া আপু আর আমি মিলে যেভাবে খাবিখা করে Pinkathon-এর জন্য রমনাতে গিয়েছি আর ব্যাক করেছি। Rest of you guys had to be there, it was so much fun.
Image may contain: 20 people, including Rayhan Ahamed, Palash Rezvi, Tousif Alam, Hasin Arefin Khan, Josepha Elizabeth, Imran Hossain, Rezaul Kabir, Mohammad Abu Bakar, Md Ali and 2 others, people smiling, people standing
ইন শর্ট, আজকের ইভেন্ট দুইটাই খুবই ভাল কজকে সামনে রেখে হয়েছে।
১. JCI - জীবনে সুস্থ থাকা নিয়ে এডিক্টেড হয়ে গেলে, অনেকগুলা বাজে এডিক্টশন এমনিই চলে যায়। কিন্তু এটা নিজের জন্যই নিজেকে ডেইলি মনে করিয়ে দেওয়া দরকার। তাই, Thank you JCI.

২. মন থেকে বলছি, ইতিহাসে মেলা বছর ধরে আমরা নিজেরাই আমাদের সমাজের অনেকগুলা সমস্যার মেইন কারণ ছিলাম। এখন আমাদেরকে নিজেদের প্রয়োজনে হলেও সমাজের বাকি অর্ধেক অংশ, নারীদেরকে তাদের ফান্ডামেন্টাল রাইটস গুলা ফিরিয়ে দেওয়ার জন্য আগিয়ে আসা লাগবে। Pinkathon আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছিলো আজকে সেটাই সেলিব্রেট করার জন্য। অনেক কিছুর পরওে ওরগানাইজাররা মোটামোটা ভাল ভাবেই ইভেন্টটা কনডাক্ট করেছেন। সামনের বছরগুলাতে ঢাকাতে আরো বড় করে Pinkathon Day celebrate হবে আশা করছি।
আচ্ছা, বেশি বড় হয়ে যাচ্ছে, শেষ করা দরকার। লাস্ট কথা, আজকের একটা সুন্দর মোমেন্ট ছিলো ইতি আপুর কাছ থেকে মেডেল পরতে পারা। আজকের ফেভরেট।
Image may contain: 3 people, including Hasin Arefin Khan and Wahedur Rahman, people smiling, people standing, tree, outdoor and nature
আজকে সবাই মিলে দৌড়াদৌড়িতে সবার সাথে বেশি ছবি তোলা হয় নি। গ্রুপের সবাই সবগুলা সুন্দর সুন্দর ছবি আপলোড করে ফেলেছেন, ধন্যবাদ সবাই, সেইম ছবিগুলা আর অ্যাটাচ করছি না এই পোস্টে।

No comments:

Post a Comment