একজন মুসলমানের চাল-চলন এরকমের হয় যে, সে যদি তাঁর কোন মুসলমান ভাইয়ের দাঁড়ি বেয়ে হারাম পানির ফোটা পরতে দেখে তো তাঁর মনে প্রথমে আসবে হয়তো কেউ সেই ভাইয়ের গায়ে সেটা ঢেলে দিয়েছে।
যদি নামাযের ওয়াক্তে কোনো মুসলমান ভাইকে হাত মুখ শুকনা অবস্থায় রাস্তা দিয়ে যেতে দেখে [ওযুর শেষে পানির লেগে থাকা অংশ না দেখতে পাওয়া] তাহলে সে ভেবে নিবে তাঁর ভাই হয়তো আগের থেকেই ওযু অবস্থায় ছিল।
যদি কোন মুসলমান ভাইয়ের মধ্যে কোন ভুল দেখতে পায় সে ধরে নিবে তাঁর নিজের দেখার ভুল। এই যখন একজন মুসলমানের চালচলনের পরিচয় তখন যদি কেউ কিছু খারাপ দেখতে পায় সেটাকে কি সে খারাপ বলবে না? বলবে। কিন্তু খারাপ কে খারাপ বলার জন্য খারাপ বিষয় টাকে মুখে উচ্চারনের কি কোনো দরকার আছে? পাশে কোনো মেয়েকে বেপর্দায় দেখলে কোনো মুসলমান ভাই সে দিকে আঙ্গুল তুলতে পারে না, বাজে কিছু বলার তো প্রশ্নই আশে না, তাঁর তো প্রথম কাজ তখন নিজের চোখের পর্দা নিশ্চিত করা।
একটা অনুরোধ, ভারতে গিয়ে বাংলাদেশি মেয়েদের বাজে অভিজ্ঞতার ঘটনা নতুন না, কিন্তু কিছুদিন আগের ঘটনায় ফেসবুক ভরে যাচ্ছে, পোস্টের সাথে থাকা ছবিটার জন্য। গতকয়েকদিনে আনফোলো আর হাইড ফোটো করতে ভালো কস্ট করতে হয়েছে। কস্ট দিয়েন না।