শুরু হয়ে গেছে #DOUR-এর মান্থলি আয়োজন - Fast 5KM.
সহজভাবে বললে, ছেলে আর মেয়েদের মধ্যে যে দুজন অন্য সবার চেয়ে 5KM-এ এন্ডোমোন্ডোতে বেস্ট টাইম রেকর্ড করতে পারবে, সে দুইজন জয়ী হবে। পাবে সুভেনিয়র।
কোনো আননেসেসারি রুল নাই। তারপরও কয়েকটা বিষয় বলি,
- এই এক মাসে, যেকেউ যেকোনো সময় যেকোনো জায়গা থেকে জয়েন করতে পারবেন।
- এন্ডোমোন্ডোর #DOUR-এর চ্যালেঞ্জ-এর অংশগ্রহণকারী হতে হবে। (URL: https://www.endomondo.com/challenges/40637813)
- যতবার চান, ততবার দৌড়ান, দ্রুততম রানটা কাউন্ট হবে।
- ম্যানুয়াল এন্ট্রি ভারচুয়াল কম্পিটিশনে কেউ কাউন্ট করে না, আমরাও আমজনতা।
- Try and don't cheat, we are not here to police you, but we are sure you won't wanna get marked in this heavily active community.
এটা একটা সাধারন রেস, এই গরমে নিজের দিকে খেয়াল রেখে অংশগ্রহন করুন। সবাইকে শুভকামনা।