Tuesday, 8 December 2020

বিবাহের বর্তমান সংজ্ঞাঃ

যাদের জীবনের আর নতুন কোনো এক্সাইটমেন্টের আশা নাই বা বাকি নাই, তাদের জন্য জীবনের বাকি অংশ কোনো রকমে ঘটনাবহুল করে রাখার শেষ একটা চেষ্টার নাম হচ্ছে বিবাহ।

একটা সামাজিক নিয়ম যেটা ধর্ম আর রাষ্ট্রের আইন আর নিয়মের দোহায় দিয়ে ছেলেদের আগের আর পরের জীবনের সব স্থাবর-অস্থাবরঃ

* সম্পদ
* সম্মান
* এনার্জি
* জীবনের স্বপ্ন
* বেচে থাকার ইচ্ছা

সব কিছু এক কাগজের পাওয়ারে নারীরা নিয়ন্ত্রন করতে পারে এবং মন চাইলেই এতক্ষন যা যা লিস্ট করলাম সব কিছুর অর্ধেকটা কোনো লজিক্যাল কারন ছাড়াই নিজের করে নিয়ে আরেক ছেলের জীবন নস্ট করতে হাঁটা দিতে পারেন।