Wednesday, 27 December 2023

দীদার-এ ইশক্ব

খোদার নামায, খোদার নামায করে মরলা সারা জীবন, মোল্লা, 

খোদার নামায করে মরলা... সারা জীবন... মোল্লা, 

খোদাকেই না দেখলা, তো কার নামায পড়লা?

বেহশের আনন্দ বাহশির মাঝে নেই।

খোদার কাছে হোশে থাকার আর্জি ছিলো এই অধমের

খোদার কাছে হোশে থাকার আর্জি ছিলো... এই অধমের

আজো মরছে এই অধম বেহশ না হতে পারার দহনে। 

বিলীন আর কি হবো, যুদা কখন হলাম?

আমি, আমি হতে চেয়ে তোমাকে পাই নি,

আমি, আমি হতে চেয়ে... তোমাকে পাই নি,

কিন্তু তোমাকে কাছে পেয়ে আমি আর আমি হতে চাই নি।"