Saturday, 23 April 2016

Eid e Milad ul-Nabi: 12th Rabbi-ul-Awwal

The greatest love is where Allaah Azzawajal, having mercy upon mankind and sending the Perfected Servant, the Remover of our Burdens ﷺ to the World as a gift, a historic moment known as Mawlid (12th Rabbi-ul-Awwal). And you think to rejoice such a gift is Sinful? Then you do not deserve Love! ‪#‎RadhiAllahuAnhum‬


Friday, 22 April 2016

নমরূদ, ফেরাউন... টাইরেন্টদের অনন্ত ধারা।

নমরূদের, শাসনামলে নিজের বানোয়াট খোদায়ীর ভাবে মজার জন্য সে রাজ্যের সবার স্থাবর-অস্থাবর সব সম্পত্তির মালিক বানিয়েছিল নিজেকে। এখনকার দিনের জন্য বলতে গেলে, অনেকটা এমন ছিল যে আমার বাপ যদি আমাকে তাঁর সামান্য পুরান কোনো ঘড়িও দিতে চায়, তাহলে সেটা আগে নমরূদের রাজকোষ থেকে নিয়ে আনা লাগতো, রাজ্যের যা কিছু ছিল সে একলা নিজে ভোগ করত।আইনের বলে রাজ্যের সব সন্তানের মালিকও সে নিজে ছিল। জন্মের পর ওদের ভাগ্য কি হবে সেটা তো পরের কথা, সন্তানের জন্ম হবে কিনা সেটাও নমরূদের বাহিনী ঠিক করার ক্ষমতা ভোগ করতো।

ফেরাউনের, শাসনামলে নিজের রাজত্বকে বাঁচিয়ে রাখার জন্য সে অনেক আইন বানিয়েছিল, অবস্থা এমন করেছিল যে ধরুন রাস্তা দিয়ে হেটে বাসায় যাচ্ছেন, রাস্তায় নিজেরই ছোট ভাইয়ের সাথে দেখা, ওকে ডাক দিলেন, ভাবলেন ডেকে বলবেন বাসায় আসার পথে কিছু একটা আনতে, রাজার আইনের কারনে দেখতে পাবেন আপনার ভাই আপনার সামনে আসার আগেই রাজার দুই পাইক বা পেয়ারাদার কোন কোণা থেকে আপনাদের মাঝখানে দাড়িয়ে গেছে। কোথাও কোন দুইজন মানুষকেও কথা বলতে দেখলে ফেরাউনের 'র' বাহিনীর লোক এসে হাজির হত, আপনি যা বলছেন সবকিছু রেকর্ড করা হত, আপনি বিবাহিত? আপনি অসুস্থ? আপনি বৃদ্ধ? আপনার ঘরের দরজায় ওরা নক করে কোনদিনও ধুকবে না। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এই চেংরার দলকে ফেরাউন ফিল্ড অফ মার্শালের মত লাইসেন্স টু কিল করার আদেশ দিয়ে রেখেছিল।

এতকিছুর পরও ওদের জীবনের শেষটা কি করে হয়েছিল জানেন? একজনে শেষ হয়েছিল মশার একটা অতি সাধারন একটা মুভ আর ওর নিজেরই জুতার বাড়ি আর পুরা দেশের সামনে ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরিস্থিতিতে মরন হয়েছিল, আরেকজনকে তো এখনো আধামরা শুটকি অবস্থায় বানিয়ে রেখে দেয়া হয়েছে। পুরা দুনিয়া এখন এককালের এই বিশাল পতিপত্তির বাদশার আধা পচা লাশ নিয়ে ভয়ানক ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে ইউটিউব ভিডিও বানাচ্ছে।
তো? এতদিনের এত আয়োজন, এত দিনের রাজত্ব করে এদের পরিনতি কি হল শেষ পর্যন্ত?
ব্যাপার হচ্ছে, "সব সূত্রেরই ব্যতিক্রম সূত্র থাকে, এটাই সূত্রের একমাত্র সূত্র।" ইতিহাস এই সূত্রেরও উপরতালায় বাস করে, ইতিহাস কোনো ব্যতিক্রম ছাড়াই বারবার নিজেকে রিপিট করে। বারবার, বারবার...

Monday, 11 April 2016

'Rajabun Shahrullah': 'Rajab, the month of Allah': The Blessed Sacred Month


I pray that this packet finds you by the will of Allah azzawajal. We have been blessed with another opportunity to witness and practice our deen in the Holy month of Rajab. Below you will find the important events which took place during Rajab, The importance of  fasting during Rajab, And various other quotes and stories. This packet may be shared with everyone and anyone who wishes to benefit and wants others to benefit as well. I highly recommend that you download this, and print it out, or email it to all your family and friends. Everyone will benefit, and this will act as a form of Sadaqa Jaariyah For you! However, the most important reason to share this is not for the rewards, but solely for the Pleasure of Prophet Muhammad Salalaahualayhiwasalam which would thus Please our Ultimate Destination, Our Beloved Holy Creator, Allah azzawajal. We Pray that this packet finds you well. Ameen. Please remember to make dua for the Ummah as a whole. This is packet is overseen by A Shaykh From The Qadiriyya-Jilani Tariqa of Ahlul Sunnah Wal Jammat. We wish to remain anonymous as we solely seek the pleasure of Allah azzawajal, and not the pleasure or recognition from others.

All credit of this post is to This Fb page: We the Ummah

Now first thing first, What is Rajab?



What have happened in Rajab:
What Rajab holds for us: Blessing of Rajab:
What to do in Rajab:

Reward on Laylat ar-Ragha'ib Salah:
(First Thursday Night)
What to do on Laylat ar-Ragha'ib:
Bonus:
Friendly Reminder:
and always remember:

*Please remember your brothers and sisters all around the world in your Duas.*

Friday, 8 April 2016

Cartoon Compilation. 90s and beyond: Old Tele collections:

  1. A Gruesome Twosome
  2. A Pup Named Scooby-Doo (1988)
  3. Adventures of the Gummi Bears
  4. Adventures of Superman
  5. Alias St. Nick (1935)
  6. All-Star Laff-A-Lympics
  7. Aladdin
  8. Alvin and the Chipmunks
  9. Animaniacs
  10. Arthur 
  11. Atom Ant
  12. Avatar: The Last Airbender
  13. Bananas in Pyjamas
  14. Batman - The Animated Series
  15. Battle of the Planets
  16. Beverly Hills Teens (1987)
  17. Birdman and the Galaxy Trio
  18. Blue's Clues
  19. Bob the Builder
  20. Bobby's World
  21. Bonkers
  22. Bugs Bunny
  23. Bugs and Daffy
  24. Calvin and Hobbes
  25. Captain Caveman and the Teen Angels
  26. Captain Planet
  27. Care Bears
  28. Casper (1995)
  29. CatDog
  30. Catch The Pigeon
  31. ChalkZone
  32. Challenge of the SuperFriends
  33. Chilly Willy
  34. Chip'N'Dale: Rescue Rangers
  35. Codename: Kids Next Door (2002)
  36. Count Duckula (1988)
  37. Courage The Cowardly Dog
  38. Cow and Chicken (1997)
  39. Daffy Duck: Looney Tunes Super Stars' Daffy Duck: Frustrated Fowl
  40. Danger Mouse (1981)
  41. Darkwing Duck
  42. Dastardly And Muttley In Their Flying Machines (1969)
  43. Death Note (2006)
  44. Defenders of the Earth
  45. Dennis the Menace
  46. Denver the Last Dinosaur
  47. Detective School Q
  48. Dexter's Laboratory 
  49. Dino the Dinosaur
  50. Donald Duck
  51. Dr. Seuss  (1904)
  52. Duck Tales
  53. Dumb-Hounded
  54. Dungeons and Dragons
  55. Dynomutt The Dog Wonder And Blue Falcon
  56. Ed, Edd, 'n' Eddy (1999)
  57. Exosquad
  58. Extreme Ghostbusters
  59. Fantastic Four
  60. Fantastic Max
  61. Foghorn Leghorn
  62. Garfield and Friends (1988)
  63. G.I. Joe
  64. Grandma Got Run Over By A Reindeer(1979)
  65. Godzilla
  66. Goof Troop (1992)
  67. Gummi Bears
  68. Heathcliff (1980)
  69. Heckle and Jeckle
  70. Help!... It's the Hair Bear Bunch (1971)
  71. He-Man and the Masters of the Universe
  72. Hercules - The Animated Series (1998)
  73. Huckleberry Hound
  74. Huey, Dewey, and Louie
  75. I Am Weasel (1997)
  76. Inuyasha (2000)
  77. Jackie Chan Adventures
  78. Johnny Bravo (1997)
  79. Jonny Quest (1964)
  80. Josie And The Pussycats
  81. Josie and the Pussycats in Outer Space
  82. Jumanji
  83. Justice League (2001)
  84. Kids Next Door
  85. Kipper the Dog
  86. Krypto the Superdog (2005)
  87. Little Bill
  88. The Magilla Gorilla Show (1967)
  89. Make Way for Noddy
  90. Merrie Melodies
  91. Mickey Mouse & Friends
  92. Mighty Ducks (1996)
  93. Mighty Mouse the New Adventures (1987)
  94. Mighty Thor (1966)
  95. Mike, Lu & Og
  96. Moby Dick and Mighty Mightor
  97. Mowgli
  98. Mr Bean: The Animated Series (2002)
  99. Mummies Alive!
  100. Muppet Babies
  101. Mr Magoo
  102. Naruto (2002)
  103. Oswald
  104. Paddington Bear (1976)
  105. Peter Pan and the Pirate
  106. Phineas and Ferb (2007)
  107. Pingu (1986)
  108. Pinky and the Brain
  109. Popeye (1933)
  110. Popeye the Sailor
  111. Quick Draw McGraw
  112. Ranma 1/2 (1989)
  113. Recess
  114. Richie rich
  115. RoboCop: The Animated Series
  116. Rocky and His Friends
  117. Rolie Polie Olie (1998)
  118. Rude Dog and the Dweebs (1989)
  119. Samurai Jack
  120. Scooby's All-Star Laff-A-Lympics (1990)
  121. Scooby-Doo, Where Are You! (1969)
  122. Season's Greetings (1996)
  123. Shaun the Sheep
  124. Silver Surfer
  125. Silverhawks (1986)
  126. Simba
  127. Sky Commanders (1987)
  128. Space Ghost and Dino Boy
  129. Space Kidettes
  130. Speed Racer (1967)
  131. Speed Buggy
  132. Spiderman
  133. SpongeBob SquarePants
  134. Snoopy and Woodstock
  135. Snorks
  136. Sonic the Hedgehog (1993)
  137. Super Secret Secret Squirrel (1993)
  138. Superchunk
  139. SuperFriends: The Legendary Super Powers Show (1984)
  140. Superman (1996)
  141. Swat Kats: The Radical Squadron (1993)
  142. TaleSpin (1990)
  143. Tarzan
  144. Taz-Mania (1991)
  145. Teletubbies
  146. The Addams Family (1992) 
  147. The Adventure of Jimmy Neutron Boy Genius
  148. The Adventures of Mickey, Donald and Goofy
  149. The Adventures of Teddy Ruxpin (1987)
  150. The Adventures of Tintin
  151. The Animals of Farthing Wood (1993)
  152. The Atom Ant Show
  153. The Bugs Bunny Show
  154. The Captain's Christmas (1938)
  155. The Cat in the Hat Knows A Lot About That
  156. The Centurions
  157. The Charlie Brown and Snoopy Show
  158. The Dudley Do-Right Show
  159. The Flash (1967)
  160. The Flintstones (1960)
  161. The Impossibles (1996)
  162. The Incredible Hulk
  163. The Jetsons (1962)
  164. The Jungle Book
  165. The Lion King
  166. The Littles
  167. The Little Lulu Show
  168. The Little Mermaid
  169. The Little Troll Prince (1987)
  170. The Looney Tunes Show (2011) 
  171. The Magic School Bus (1994)
  172. The Many Adventures of Winnie the Pooh
  173. The Mask - The Animated Series (1995)
  174. The New Adventures of Winnie the Pooh
  175. The New Adventures of Batman (1977)
  176. The New Batman Adventures (1997)
  177. The New Scooby-Doo Movies (1972)
  178. The New Scooby-Doo Mysteries (1984)
  179. The Perils of Penelope Pitstop
  180. The Pink Panther
  181. The Powerpuff Girls (1998)
  182. The Real Adventures of Jonny Quest
  183. The Real Ghostbusters (1986)
  184. The Ren & Stimpy Show
  185. The Road Runner Show (1966)
  186. The Smurfs (1981)
  187. The Super Globetrotters (1979)
  188. The Super Powers Team Galactic Guardians
  189. The Town Santa Forgot (1993)
  190. The Twisted Tales of Felix the Cat (1995)
  191. The Woody Woodpecker Show (1957)
  192. The Wuzzles
  193. Thomas & Friends (1984)
  194. Thundercats
  195. Timon & Pumbaa (1995)
  196. Tiny Toon Adventures (1990)
  197. Tis The Season To Be Smurfy (1987)
  198. Tom and Jerry (1965)
  199. Tom and Jerry Kids Show
  200. Top Cat
  201. ToonHeads (1992)
  202. Tweety
  203. Two Corny Crows
  204. Wacky Races
  205. Woody Woodpecker
  206. Yogi Bear
  207. Yule Toons (1990)
  208. 12 Tiny Christmas Tales (2001)
  209. 2 stupid dogs
  210. নক্ষত্র যোদ্ধা


Good Stuff:
  1. Legends of the Hidden Temple
  2. The Crystal Maze (1990)
  3. Guts
Meh Stuff:
  1. Art Attack
  2. Fraggle Rock 
  3. Blue's Clues
  4. Dora the Explorer
  5. Pogo M.A.D.
  6. Lazy Town
Series:
  1. Drake and Josh
  2. Sinbad
  3. Small Wonder
  4. Shaka Laka boom boom
  5. Sonpari
  6. Thief of Bagdad
  7. Alif Laila
  8. Sword of Tipusultan
  9. Macgiver
  10. I dream a jeannie
Collections:
  1. The Timeless Tales
  2. Fox Kids - Star Plus Channel
  3. Tinkle
  4. Tiny Tv Shows- Pogo Channel
  5. Just Kids – Sahara One channel

Friday, 1 April 2016

এপ্রিল ফুল: এপ্রিল মাসের ১ তারিখ [দ্বিতীয় পর্ব]

এটা কিঃ অনেকটা একরম যে, এপ্রিলের প্রথম তারিখে কেউ আপনার কাছে গিয়ে অত্যন্ত বেদনাদায়ক একটি ঘটনা শুনালো, ফলে আপনার চেহারা লাল হয়ে গেছে। চোখ দিয়ে পানি ঝর ঝর করে পড়তে শুরু করেছে। হঠাৎ সে হেঁসে দিয়ে বলল আমি যে ঘটনাটি বললাম তা বাস্তব নয়; বরং তোমাকে ধোকা দেওয়ার জন্য বলেছি। বোকা বানানোর জন্য আমি এই ঘটনাটি শুনিয়েছি।
অথবা
কেউ আপনাকে একটি গিফট্ বক্স দিল। আপনিও খুব আগ্রহের সাথে তা গ্রহণ করলেন। খুলে দেখলেন এর ভিতর কিছুই নেই। তখন আপনি বোকা বনে গেলেন। আপনি বুঝতে পারলেন আজকে এপ্রিলের প্রথম তারিখ, তাই আপনাকে বোকা বানানোর জন্য এই কাজ করা হয়েছে। আগে থেকে জানতেন, বুঝতেও পারছেন।



এপ্রিল ফুলের সূচনাঃ এপ্রিল ফুলের সূচনা কখন থেকে শুরু হয়? কেন এই কাজ করা হয়? এর পিছনে রহস্য কি? এ সম্পর্কে ‘ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা’য় তিনটি আর্টিক্যাল রয়েছে।‘ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা’র ৮ম খণ্ডের ২২২পৃষ্ঠায় ইংরেজী সংস্করণে এপ্রিল ফুল পালনের এই রহস্য বর্ণনা করা হয়েছে যে, 
এর উদ্ভব হয় ফ্রান্স থেকে। ফ্রান্সের লোকেরা এই কাজ শুরু করে। ফ্রান্সে ১৭০০শতাব্দীর আগে বছর গণনা শুরু করা হতো এপ্রিল মাস থেকে। আমরা বছর গণনা শুরু করি জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত। তারা বছর গণনা শুরু করতো এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। কারণ তারা একটি দেবতাকে পূজা করত আর তাদের ঐ দেবতার নাম যা ছিল, সহজ উচ্চারনে তাকে "এপ্রিল" ডাকা যায়। তারা তাদের দেবতার সম্মানার্থে এপ্রিল থেকে বছর গণনা শুরু করতো। এপ্রিল মাস যখন আসতো তারা তাদের দেবতার সম্মানার্থে নানা ধরনের উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করতো। আশ্চয্যজনকভাবে সেই আনন্দ- উৎসবের একটি হলো একজন আরেকজনকে বোকা বানানো। এটি তাদের খেলার একটি অংশ ছিল। এভাবে এটি সমাজে প্রচলিত হয় এবং ফ্রান্স থেকে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তা পালিত হয়। তাহলে বুঝা গেল এর মূল উৎস্থল হচ্ছে ফ্রান্স। একটি দেবতাকে খুশি করার অংশ হিসেবে এপ্রিল ফুল পালিত হতো।

‘ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা’ প্রথম খণ্ডে আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে। তাহলো ঋতুর পরিবর্তনের কারণে এপ্রিল ফুল পালন করা হতো। অর্থাৎ ইউরোপের দেশেগুলোতে ২১শে মার্চ হতে ঋতুর মাঝে পরিবর্তন শুরু হতো। ২১শে মার্চের আগে শীত থাকতো। এরপর থেকে প্রকৃতির মধ্যে পরিবর্তন আসতো। তখন লোকেরা মনে করতো প্রকৃতি আমাদের সাথে তামাশা করছে, এতদিন এক রকম ছিল এখন অন্য রকম হয়ে গেছে। এপ্রিল মাস যখন আসতো প্রকৃতি পুরোপুরি পরিবর্তন হয়ে যেতো। পহেলা এপ্রিল তারা মনে করতো যে, প্রকৃতি যখন আমাদের সাথে তামাশা করছে, আমরাও একজন আরেকজনের সাথে তামাশা করি। তখন থেকে তারা পহেলা এপ্রিল একে অপরকে বোকা বানাতো। এভাবে পালিত হতে শুরু করে পহেলা এপ্রিল।

‘ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা’য় আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ্। সেটি হলো হযরত মূসা (عليه سلم) এর পর হযরত ঈসা (عليه سلم) যখন ইহূদী সম্প্রদায়ের মাঝে দীনের দাওয়াত নিয়ে আসলেন তখন ইহূদী পাদ্রীরা তাঁর উপর ক্ষেপে গেলো। তারা ভাবলো ঈসা (عليه سلم)যেভাবে দ্বীনের দাওয়াত শুরু করেছে এভাবে চলতে থাকলে তাদের পাদ্রীত্ব থাকবেনা। লোকেরা আমাদের কথা শুনবেনা আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করবেনা। আমাদের আয়-ইনকাম বন্ধ হয়ে যাবে। অতএব ঈসা (عليه سلم) কে প্রতিহত করতে হবে। তাই তারা হযরত ঈসা (عليه سلم) এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। এছাড়া রোম সাম্রাজ্যে যারা ক্ষমতাসীন ছিল, ইহূদী পাদ্রীরা তাদের সাথে যোগাযোগ করে সম্পর্ক তৈরী করলো। তাদেরকে এ মর্মে প্ররোচিত করলো যে, ঈসা যেভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে একে যদি এখনই প্রতিহত না করা হয়, তাহলে ঈসার মাধ্যমে তোমাদের ক্ষমতার মসনদ উল্টে যেতে পারে। অএতব আমরা ধর্মীয়ভাবে তাকে মুকাবেলা করবো, তোমারা রাষ্ট্রীয়ভাবে তার মুকাবালা কর। ইহূদী পাদ্রীরা হযরত ঈসা (عليه سلم) কে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলো, অপরদিকে রোম সম্রাট তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলো। মামলার হাজিরা দিতে তিনি যখন রোমের আদালতে গেলেন, বিচারপতি বললেন আপনার মামলার শুনানি এই আদালতে নয় অন্য আদালতে। তিনি যখন আরেক আদালতে গেলেন সেখানকার বিচারপতিও একই কথা বলল যে, আপনার মামলার শুনানিআমি করতে পারবোনা অন্য আদালতে যান। তিনি আরেক আদালতে যান। আসলে তাদের উদ্দেশ্য বিচার করা নয়; বরং বোকাবানানো উদ্দেশ্য। এই ঘটনা ঘটায় কুচক্রি ইহূদী জাতি পহেলা এপ্রিল, সেদিন থেকে ইহূদী জাতি এপ্রিল ফুল পালন করা শুরু করে।

‘ইনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা’ এই ঘটনাকে সবচেয়ে গুরুত্বেরসাথে উল্লেখ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমেরিকা ইউরোপ যেখানে কোটি কোটি খৃষ্টান বসবাস করছে, যারা যিশু খৃষ্টের অনুসারী বলে দাবী করে। তারাই এপ্রিল ফুল বেশি পালন করে। তারা জানেনা যে, ইহূদীরা তাদের নবীকে হয়রানি ও বোকা বানানোর কারণে এই দিনকে ‘এপ্রিল ফুল’ হিসেবে পালন করে। এই তিনটি তামত উল্লেখ করা হয়েছে ‘ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’য়।

এখানে আরেকটি ইতিহাস পাওয়া যায় যে, স্পেনের মুসলিমদের করুণ পরিণতি থেকে ‘এপ্রিল ফুল’ এর উৎপত্তি। মুসলমানরা উরোপের স্পেনকে জয় করে সেখানে আটশত বছর রাজত্ব ও শাসন করেছে। ১৪৯২খৃষ্টাব্দে আবার খৃষ্টানরা তা দখল করে নিয়েছিল। মুসলিম খলীফাগণ ৮০০বছর স্পেনকে শাসনকালে কর্ডোবা, গ্রানাডাসহ বিভিন্ন নগরীতে বিশাল বিশাল মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছে। সেসব মসজিদ মাদরাসায় হাদীস ও তাফসীরের দরস দেওয়া হতো। একসময় খৃষ্টানরা সে বিশাল অঞ্চলকে দখল করে নেয়। 
মুসলমানদের সর্বশেষ রাজা ছিল হাসান। খৃষ্টানরা তাকে গদীচ্যুত করতে বিভিন্ন কৌশল ও চেষ্টা করেও ব্যর্থ হয়। তখন তারা আরেকটি কৌশল অবলম্বন করে। তারা হাসানের পুত্র আবু আব্দুল্লাহকে বলল, তুমি যদি তোমার বাবাকে সিংহাসন থেকে নামাতে পার, তাহলে আমরা তোমাকে ক্ষমতা দান করবো। লোভ দেখিয়ে ছেলেকে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করিয়েছে। আবু আব্দুল্লাহ তার পিতা হাসানের বিরুদ্ধে বিদ্রোহ করলো। হাসান দেখেলেন কোনো উপায় নেই, তাই তিনি পালিয়ে গেলেন। পরিশেষে খৃষ্টানরা আবু আব্দুল্লাহকে ক্ষমতায় বসিয়ে আল হামরা প্রাসাদের চাবি নিয়ে গেলো। বিশাল রাজকীয় প্রাসাদ আল হামরা, যেখানে বসে মুসলমানরা শাসনকার্য পরিচালনা করতো। বর্তমান হোয়াইট হাউজ যেমন আমেরিকার শাসনকেন্দ্র, তদ্রূপ স্পেনের মুসলমানদের জন্য ছিল আল হামরা। এক পর্যায়ে খৃষ্টানরা আবু আব্দুল্লাহকে প্রস্তাব দিল যে, তোমরা মুসলমান এখন সংখ্যায় একেবারে অল্প কয়েকজন। তোমরা যদি বাঁচতে চাও, তাহলে জাহাজে উঠ। তোমাদেরকে পার্শ্ববর্তী মুসলিম দেশ মরক্কোতে আমরা পাঠিয়ে দিবো, তোমাদের কোনো কষ্ট হবেনা। যে আবু আব্দুল্লাহকে রাজ শাসনের লোভ দেখিয়েছিল, সে আবু আব্দুল্লাহকে স্বার্থ হাসিলের পর ছেঁড়া জুতার মত খৃষ্টানরা ছুঁড়ে ফেলে দিলো।
সকল মুসলমানকে জাহাজে তোলা হল আর বলা হয়েছে তোমরা সাগর পাড়ি দিয়ে পার হয়ে যাও। মুসলমানরা যখন সমুদ্রের মাঝখানে পৌঁছলো তখন তারা জাহাজটিকে ডুবিয়ে দেয় এবং সকল মুসলিমকে শহীদ করে ফেলে। এই ঘটনা ঘটেছে এপ্রিলের প্রথম তারিখ। স্পেনের মুসলমানদের বোকা বানানোর এই ঘটনাকে স্বরণ করে খৃষ্টনরা পহেলা এপ্রিল ‘এপ্রিল ফুল’ পালন করে।
কোনো কোনো বর্ণনায় আছে মুসলমানদেরকে একটি মসজিদ ভিতর প্রবেশ করিয়েছিল। অতপর মসজিদের চতুর্দিকে আগুন ধরিয়ে দেয়। ফলে সকল মুসলিম জ্বলে-পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এপ্রিলের প্রথম তারিখ মুসলমানদের জন্য আনন্দদায়ক নয়; বরং দু:খজনক। বর্তমানে অনেক মুসলমান এপ্রিল ফুলের ইতিহাস না জানার কারণে মিডিয়ার অন্ধ অনুসরন করে পহেলা এপ্রিল ‘এপ্রিল ফুল’ পালন করে।

আশা করি, চোখ বন্ধ করে মিডিয়া কে ফলো করে নিজেকে বোকা বানাবেন না।

এপ্রিল ফুল: এপ্রিল মাসের ১ তারিখ [প্রথম পর্ব]

মারিয়ার বয়স ১০ বছর। তাদের বাসায় হামলা হলে মা তাকে বাথরুমে লুকিয়ে রাখে।হামলাকারীরা বাসায় ঢুকেই মারিয়ার মা সহ বাকি দুই ভাইকে হত্যা করে। বাসা থেকে বের হতে যেয়ে কি যেন মনে করে একজন বাথরুমের ছিটকানি খুললে মারিয়াকে পেয়ে যায়..... দশজনের দলটি তাকে পালাক্রমে ধর্ষণের সিদ্ধান্ত নেয়। দলটির দুর্ভাগ্য যে, তিনজনের ধর্ষন শেষেই মারিয়া পরপারে চলে যায়! সেদিন অনেক মারিয়ার জীবনে এই ঘটনা ঘটেছিল...

মারিয়ার বাবা আরবীয় বংশভুত সিদ্দিক তখন যুদ্ধ ক্ষেত্রে ছিল। স্পেনের মুসলিম বাহিনী পরাজিত হলে সে ছুটে বাসার দিকে আসতে থাকে। তখন প্রতিটা মুসলিম জনবসতিতে আগুন জ্বলছে। খৃষ্টান বাহিনী ঘোষনা দিয়েছে যারা মসজিদে আশ্রয় নিবে তাদের হত্যা করা হবেনা। বাকিদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। যতদ্রুত সম্ভব সিদ্দিক তার পরিবার নিয়ে কাছাকাছি কোন মসজিদে আশ্রয় নিতে চায়.. বাসার সামনে এসেই দেখতে পায় দাও দাও করে আগুন জ্বলছে। নির্বাক হয়ে যায় সে। আগুনে পুড়া ধ্বংস স্তুপের মাঝে সে কাওকে আবিস্কার করতে পারে না। তারপর ছুটে যেতে থাকে পাশের মসজিদের দিকে। ক্ষীন আশা নিয়ে সে মসজিদে যেতে থাকে, যদি পরিবার সেখানে যেয়ে থাকে....!

মসজিদে নারী পুরুষ শিশু দিয়ে ভরে গেছে। পা রাখার যায়গা নেয় কোথাও। তার মারিয়ার মত অনেক মেয়েকেই দেখতে পায় কিন্তু মারিয়াকে খুঁজে পায়না। পাগলের মত একপাশ থেকে অন্যপাশে যেতে থাকে কিন্তু তার পরিবারের কাওকে খুজে পায়না... এর মাঝেই বাহিরে হট্টগোল হতে থাকে। শিশুরা ভয়ে নতুনভাবে আবার কান্না শুরু করে দেয়। দেখা যায় খৃষ্টান বাহিনী মসজিদের সামনে এসে বাহিরে দাঁড়িয়ে থাকা দুজন মুসলিমকে মেরে ফেলে। সবাইকে মসজিদের দরজা জনালা বন্ধ করে দিতে বলে। জীবন বাঁচাতে মসজিদে আশ্রয় নেওয়া মুসলমানরা সব দরজা জানালা ভিতর থেকে আটকে দেয়। আর খৃষ্টান বাহিনী বাহির থেকে দরজা আটকে দিতে থাকে.. মুসলিমরা প্রথম ভেবেছিল কেউ যেন বাহিরে যেতে না পারে সেটা নিশ্চিত হতে বাহির থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো! কিন্তু একটু পরেই তারা নিজেদের বোকামী বুঝতে পারে। খৃষ্টানদের জাতি বিশ্বাস করাই জীবনের সবচেয়ে বড় বোকামী... ততক্ষনে মসজিদের চারিদিকে দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। খ্রিষ্টান বাহিনী দরজা জানালা আটকে দিয়ে মসজিদে আশ্রয় নেওয়া অসহায় নারী পুরুষ শিশুদের পুড়িয়ে মারতে বাহির থেকে আগুন লাগিয়ে দেয়। মসজিদের ভিতর চলতে থাকে বাতাস ভারী করা আত্বচিৎকারে আর বাইরে চলে খ্রিষ্টানদের উল্লাস করা অট্টহাসি। তারা মুসলমদের বোকা-বোকা (Fool-Fool) বলে হাসতে হাসতে আনন্দ করতে থাকে....

এইদিনটা ছিল এপ্রিল মাসের ১ তারিখ। স্পেনের বুকে মানবজাতির ইতিহাসে ঘটে যায় এক জঘন্ন ঘটনা।এটাই পৃথিবীর ইতিহাসে এপ্রিল-ফুল নামে স্থান করে নেয়। এটা খৃষ্টানদের আনন্দ মজা করার দিন। আমাদের নয়।

collection courtesy: Miraj Attari