Monday, 15 February 2021

পিঁপড়ার ডায়েট টেস্টিং।

যারা গতকালকের স্ট্যাটাসে পিপড়ার ফুড প্লেস ডায়েটিং [ http://goo.gl/k02g21 ] নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন তাদের কে উত্তরটা আজকে জানাতে পারবো মনে হচ্ছে।
🙂
অন্তত সারা ঘরে খাবার ছিটিয়ে আর ১টা তেলাপোকা, ১ টিকটিকিকে মেরে স্ট্যাটেস্টিকাল অভজার্ভেসনে মোটামোটি কয়েকটা ব্যাপার সবগুলা টেস্ট পয়েন্টেই একই ব্যাপার ছিলো
* পিপড়ারা মসলাওয়ালা প্রোসেসড খাবারের ক্ষেত্রে (সব ক্ষেত্রেও হতে পারে) ২ বা ৩টা স্বাদের বেশি মিক্সড খাবার এভেড করে।
* কাচা মাংসে অনেক লম্বা টাইম পরে থাকার পর সেটাতে হাত দেয়, কিন্তু এটার জন্য খুব লম্বা লাইন হয় না। তবে আস্ত লাশে (ভলেন্টিয়ারড বাই টিকটিকি) সাথে সাথেই লাইন পরে তবে শুধু কালো পিপড়াদের।
* ওদের পছন্দ সম্ভবতঃ শর্করা>=চর্বি>>>প্রোটিন।
* সৈনিক পিপড়ারা সম্ভবত আগে নিজে খায় তারপর বাসার জন্য নিয়ে যায়, শরবর আর সফটড্রিংসের বেলায় ওরা কি করে কে জানে।
* মরা পিপড়াদের শরীর থেকে রিমার্কেবল কেমিকেল বের হয়, জানা জিনিস। কিন্তু আরেকটা ব্যাপার খেয়াল করলাম, শিঙ্গে-শিঙ্গে টাচ করা ছাড়াও দুরের পিপড়ারা খবরটা পায় এমনকি নিজেদের মধ্যে যোগাযোগ করার আগেই! জীবিত পিপড়ারা আগে খাবারের গুদাম, তারপর আহত পিপড়া তারপর সব শেষে মরা পিপড়ার লাশকে বাসায় নেয়।
* পিপড়ারা মানুষের ছোট বাচ্ছাদের মত ফল, শাক সবজি পছন্দ না।
তো বাস্কেট থেকেও ওরা খাবার নেয় কিন্তু ওরা অ্যাট এ টাইমে একটা স্বাদ বেশি পছন্দ করে।

** গুগল বিবর্জিত পোস্ট। 

No comments:

Post a Comment