Sunday 24 May 2020

Eid Salat

পিচ্চিকালে ঈদের নামাযে ভুল করতাম বলে নিজের জন্য বানিয়েছিলাম। এবার অনেককেই বাসায় ঈদের নামায পড়া লাগতে পারে, তাই শেয়ার করছি।

জাস্ট ২টা জিনিস মাথায় রাখতে হয়,
১। নামাযের শুরুতেই এক দফা অতিরিক্ত তাকবীর হবে (সানা'র পর) - ১ম রাকায়াত
২। নামাযের শেষের দিকে আরেক দফা অতিরিক্ত তাকবীর হবে (রুকু'র আগে) - ২য় রাকায়াত



ঈদের তাকবীরগুলার শেষেরটাতে হাত বাধবেন বা রুকুতে যাবে, বাকি সময় হাত ছেড়ে দিবেন - ডান। ফী-আমানিল্লাহ।

ডিটেইলস:
namazzamani.net/english/how-to-perform-eid-ul-fitr-salat.htm




No comments:

Post a Comment