Saturday, 20 August 2022

Race Review: Marine Drive Ultra

মেরিন ড্রাইভ রোডটাকে বছরে একটা দিন যদি শুধু রানারদের জন্য রিজার্ভ করে দেওয়া যেত তাহলে এই রাস্তাটা লন্ডন, বার্লিন, নিউ ইয়োর্ক, বস্টন, শিকাগো, টোকিও বা মুম্বাই ম্যারাথনগুলার মত পুরা দেশটাকে প্রোমোট করতো। বাইরের দেশগুলা থেকে রানাররা আসতো একদিকে দুনিয়ার সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত আরেক দিকে গাঢ় সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে দৌড়াতে। পর্যটনখাতে কি বিশাল কন্ট্রিবিউশন শুরু করতে পারে এই মেরিন ড্রাইভ কল্পনা করতেও ভালই লাগে।

এই মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে বাংলাদেশে আল্ট্রা ম্যরাথন নামের প্রতি সুবিচার করা ইভেন্ট অর্গানাইজ করে আসছে Travelers Of Bangladesh (TOB)। রানার হিসেবে গত ২ বছরে ২টা ইভেন্টকে মার্কিং করার চেষ্টা করছি,

মার্কিংঃ

1. Registration Process: 5/5

2. Communication:  5/5

3. Kit Distribution: 5/5

4. Bag Deposite Support: 5/5

5. Changing & Prayer Facility: 5/5

6. Toilet Facility: 5/5

7. Volunteer Support (overall): 5/5

8. Route Plan: 5/5

9. Route Controlling: 2/5

10. Direction and Challenges Marking: 5/5

11. On-Track Support: 5/5

12. Hydration Support: 5/5

13. Med Support: 5/5

14. Weatherwise Plan: 4/5

15. Waste Management Plan: 5/5

16. Start & Finish Line Plan: 4/5

17. Honourary Plans: 5/5

18. Snacks and Medal Distribution: 5/5

19. Photography and Photo Session Facility: 5/5

20. Overall Race Direction: 4/5

Total: 94/100


+:

+ রাস্তাটা 🤩🤩🤩

+ ভলেন্টিয়ার সিলেকশন, রানার/সাইক্লিস্টদের নিয়ে very well groomed ভলেন্টিয়ার টীম বানায়,

+ শুরুতে+শেষে+হাইড্রেশন পয়েন্টগুলা সুপার well planned,

+ দেশের রেসগুলার মধ্যে সবচেয়ে ডাইভার্সড পার্টিসিপেন্স পাবেন আশেপাশে,

+ ওভার ইমেইল+ফেসবুক পেইজে রেগুলার রেস প্ল্যানিং গাইড শেয়ার করেন।

-:

- রেস ডে তে রাস্তাটাকে রিজার্ভ করতে পারে নি এখন পর্যন্ত, এটা হওয়াটা খুব জরুরী। Marine Drive Ultra ব্র্যান্ড পজিশনটার ভবিষ্যৎ এটার উপরে ডিপেন্ড করছে। 

Suggestion:

১। প্রথম ইভেন্টের রেসের ডেট (সিজন ওয়াইজ), স্টার্টিং টাইম (যত ভোরে পসিবল) বেটার ছিলো।

২। ছবিগুলা একটু জলদি জলদি যদি পাওয়া যেত।

Comment: জীবনে একবার হলেও এই রাস্তা দিয়ে দৌড়ানো উচিত।

বিঃদ্রঃ লাস্ট ইভেন্ট শেষের পর হাইড্রেশন ব্যাগটা খুঁজে পাই নি। 

#MDU #মেরিনড্রাইভআলট্রা #marinedriveultra

Race Review: DURC 10K Night Run 2022

নববর্ষে, মাঝরাতে দৌড়ের নতুন এক্সপেরিয়েন্স। জোস একটা ইভেন্ট গিফট করার জন্য Dhaka University Runners Community - DURC কে ধন্যবাদ।

মার্কিংঃ

1. Registration Process: 5/5

2. Schedule Maintened: 4/5

3. Kit Distribution: 5/5

4. Bag Deposite Support: 4.5/5

5. Changing & Prayer Facility: 4/5

6. Porta Party (portable toilet): 4/5

7. Volunteer Support (overall): 5/5

8. Route Plan: 4/5

9. Route Control Plan: 4/5

10. Direction and Challenges Marking: 5/5

11. Loop Marking Plan: 4/5 

12. Hydration Support: 5/5

13. Med Support: 4/5

14. Weatherwise Plan: 2/5

15. Waste Management Plan: 4/5

16. Start & Finish line Plann: 5/5

17. Honourary Plans for Podium Finishers: 5/5 (as per pre-declaration)

18. Snacks and Medal Distribution: 5/5

19. Photography and Photo Session facility: 5/5

20. Overall Race Direction: 4.5/5

Total: 88/100

Comment: খুবই রানার ফ্রেন্ডলি অর্গানাইজার টীম। প্রতিবছর ইভেন্টটা হলে ভালই হয়।

Suggestions:

* ওয়েদার অনুযায়ী শেড বা এই জাতীয় প্ল্যান থাকা ভাল,

* পোর্টেবল টয়লেটগুলা আলোর সুবিধা থাকলে ভাল (আমি মিস করেছি কিনা জানি না)।

দুঃখ-চক্রঃ

 

দুঃখ-চক্রঃ
সমস্যা লেভেল ১ঃআপনি একটা বিষয় পারেন না।
সমাধানঃঅপশন ১ঃ বিষয়টা পারে এমন কাউকে হায়ার করবেন।
অপশন ২ঃ (এবং/অথবা) সম্ভব হলে বিষয়টা আপনি নিজেই শিখে নেবেন।
সমস্যা লেভেল ২ঃআপনি একটা বিষয় পারেন না কিন্তু ব্যাপারটা আপনি মানতে রাজি না।
সমাধানঃঅপশন ১ঃ আপনার বিশ্বাসভাজন কাউকে দিয়ে আপনাকে বুঝানোর চেষ্টা করতে হবে যে সমস্যা একটা দেখা দিয়েছে এবং এটার সল্যুশন দরকার।
অপশন ২ঃ সমস্যাটাকে পুরাপুরি পাশ কাটিয়ে যাওয়া যায় কিনা খতিয়ে দেখা
সমস্যা লেভেল ৩ঃক> আপনি একটা বিষয় পারেন না,
খ> আপনি জানেন যে বিষয়টা আপনি পারেন না,
গ> আপনি প্ল্যান করে টীমের সবাইকে ব্যতিব্যস্ত রেখে মানসিকভাবে অসুস্থ বানিয়ে রাখছেন যেন কেউ বুঝতে না পারে যে আপনি সেই বিষয়টা পারেন না।

আপনার স্ট্র্যাটেজী হচ্ছে সময়গুলা পার করে দেওয়া আর আশায় বসে থাকা যে টীমের মধ্যে কেউ না কেউ প্যারা খেতে খেতে একটা উপায় বের করে প্রোজেক্টটা তুলেই ফেলবে। মিনওয়াইল, বেশির ভাগ মানুষ ভুলেই যাবে যে সমস্যাটা কখনো বিদ্যমান ছিলো।
সমাধানঃআপনার চিকিৎসার প্রয়োজন।



Ratna Eulogy

সাইকেলিং জন্য আলাদা লেন (শোল্ডার) এখন সময়ের দাবী। 

সাইকেল যারাই জীবনে একবারও চালিয়েছেন তারা এই জিনিসটা অন্তত বুঝেন যে শরীর-ইঞ্জিন দিয়ে চালানো এই যানটা কখনোই বাস আর গাড়ীর সাথে রাস্তার লেন শেয়ার করতে পারে না, এমন কি রিক্সা-ভ্যানগাড়ির সাথেও না। 

যারা দেশের একটিভ মানুষদের টুকটাক খবর রাখেন তারা সবাই হয়তো চিনবেন এই আপুটাকে, দেশে-বিদেশে পর্বত বিজয় করে আপনাদেরই বাংলাদেশের পতাকা উড়িয়ে আসা তার রেগুলার কাজ ছিলো, আজকে সকালেই হাতিরঝিলে রানিং শেষ করে চন্দ্রিমার পাশের রোড দিয়ে ফেরার পথে একটা এক্সিডেন্ট আমাদের কাছ থাকে এই আপুটাকে নিয়ে চলে গেলো। 

সাইকেলটার চাকা দুইটা দেখলেই বুঝবেন ধাক্কাটা কোন দিক দিয়ে এসছিলো, আপুটার করার কিছু ছিলো কি না নিজেরাই বুঝতে পারবেন। 

ঢাকায় সাইকেলিস্ট বাড়ছে এখন, এটা সরকার এবং আমাদের জন্য সুখবর হতে পারতো যদি সাইকেলিস্টদের জন্য শহর জুড়ে লেন আলাদা করা থাকতো। 

কিন্তু আমাদের কথা শুনবেই বা কে? এই আজব দেশকে যারা রিপ্রেজেন্ট করে তাদের দাম এই দেশ কবেই বা দিতে পেরেছে?

Rest in peace now, আপু, এই দেশ তোমার যোগ্য ছিলোই না কোনো দিনো।