দুঃখ-চক্রঃ | |||
সমস্যা লেভেল ১ঃ | আপনি একটা বিষয় পারেন না। | ||
সমাধানঃ | অপশন ১ঃ বিষয়টা পারে এমন কাউকে হায়ার করবেন। | ||
অপশন ২ঃ (এবং/অথবা) সম্ভব হলে বিষয়টা আপনি নিজেই শিখে নেবেন। | |||
সমস্যা লেভেল ২ঃ | আপনি একটা বিষয় পারেন না কিন্তু ব্যাপারটা আপনি মানতে রাজি না। | ||
সমাধানঃ | অপশন ১ঃ আপনার বিশ্বাসভাজন কাউকে দিয়ে আপনাকে বুঝানোর চেষ্টা করতে হবে যে সমস্যা একটা দেখা দিয়েছে এবং এটার সল্যুশন দরকার। | ||
অপশন ২ঃ সমস্যাটাকে পুরাপুরি পাশ কাটিয়ে যাওয়া যায় কিনা খতিয়ে দেখা | |||
সমস্যা লেভেল ৩ঃ | ক> আপনি একটা বিষয় পারেন না, খ> আপনি জানেন যে বিষয়টা আপনি পারেন না, গ> আপনি প্ল্যান করে টীমের সবাইকে ব্যতিব্যস্ত রেখে মানসিকভাবে অসুস্থ বানিয়ে রাখছেন যেন কেউ বুঝতে না পারে যে আপনি সেই বিষয়টা পারেন না। আপনার স্ট্র্যাটেজী হচ্ছে সময়গুলা পার করে দেওয়া আর আশায় বসে থাকা যে টীমের মধ্যে কেউ না কেউ প্যারা খেতে খেতে একটা উপায় বের করে প্রোজেক্টটা তুলেই ফেলবে। মিনওয়াইল, বেশির ভাগ মানুষ ভুলেই যাবে যে সমস্যাটা কখনো বিদ্যমান ছিলো। | ||
সমাধানঃ | আপনার চিকিৎসার প্রয়োজন। | ||
No comments:
Post a Comment