মেরিন ড্রাইভ রোডটাকে বছরে একটা দিন যদি শুধু রানারদের জন্য রিজার্ভ করে দেওয়া যেত তাহলে এই রাস্তাটা লন্ডন, বার্লিন, নিউ ইয়োর্ক, বস্টন, শিকাগো, টোকিও বা মুম্বাই ম্যারাথনগুলার মত পুরা দেশটাকে প্রোমোট করতো। বাইরের দেশগুলা থেকে রানাররা আসতো একদিকে দুনিয়ার সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত আরেক দিকে গাঢ় সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে দৌড়াতে। পর্যটনখাতে কি বিশাল কন্ট্রিবিউশন শুরু করতে পারে এই মেরিন ড্রাইভ কল্পনা করতেও ভালই লাগে।
এই মেরিন ড্রাইভের রাস্তাটা দিয়ে বাংলাদেশে আল্ট্রা ম্যরাথন নামের প্রতি সুবিচার করা ইভেন্ট অর্গানাইজ করে আসছে Travelers Of Bangladesh (TOB)। রানার হিসেবে গত ২ বছরে ২টা ইভেন্টকে মার্কিং করার চেষ্টা করছি,
মার্কিংঃ
1. Registration Process: 5/5
2. Communication: 5/5
3. Kit Distribution: 5/5
4. Bag Deposite Support: 5/5
5. Changing & Prayer Facility: 5/5
6. Toilet Facility: 5/5
7. Volunteer Support (overall): 5/5
8. Route Plan: 5/5
9. Route Controlling: 2/5
10. Direction and Challenges Marking: 5/5
11. On-Track Support: 5/5
12. Hydration Support: 5/5
13. Med Support: 5/5
14. Weatherwise Plan: 4/5
15. Waste Management Plan: 5/5
16. Start & Finish Line Plan: 4/5
17. Honourary Plans: 5/5
18. Snacks and Medal Distribution: 5/5
19. Photography and Photo Session Facility: 5/5
20. Overall Race Direction: 4/5
Total: 94/100
+:
+ রাস্তাটা 🤩🤩🤩
+ ভলেন্টিয়ার সিলেকশন, রানার/সাইক্লিস্টদের নিয়ে very well groomed ভলেন্টিয়ার টীম বানায়,
+ শুরুতে+শেষে+হাইড্রেশন পয়েন্টগুলা সুপার well planned,
+ দেশের রেসগুলার মধ্যে সবচেয়ে ডাইভার্সড পার্টিসিপেন্স পাবেন আশেপাশে,
+ ওভার ইমেইল+ফেসবুক পেইজে রেগুলার রেস প্ল্যানিং গাইড শেয়ার করেন।
-:
- রেস ডে তে রাস্তাটাকে রিজার্ভ করতে পারে নি এখন পর্যন্ত, এটা হওয়াটা খুব জরুরী। Marine Drive Ultra ব্র্যান্ড পজিশনটার ভবিষ্যৎ এটার উপরে ডিপেন্ড করছে।
Suggestion:
১। প্রথম ইভেন্টের রেসের ডেট (সিজন ওয়াইজ), স্টার্টিং টাইম (যত ভোরে পসিবল) বেটার ছিলো।
২। ছবিগুলা একটু জলদি জলদি যদি পাওয়া যেত।
Comment: জীবনে একবার হলেও এই রাস্তা দিয়ে দৌড়ানো উচিত।
বিঃদ্রঃ লাস্ট ইভেন্ট শেষের পর হাইড্রেশন ব্যাগটা খুঁজে পাই নি।
#MDU #মেরিনড্রাইভআলট্রা #marinedriveultra
No comments:
Post a Comment