Saturday 20 August 2022

Ratna Eulogy

সাইকেলিং জন্য আলাদা লেন (শোল্ডার) এখন সময়ের দাবী। 

সাইকেল যারাই জীবনে একবারও চালিয়েছেন তারা এই জিনিসটা অন্তত বুঝেন যে শরীর-ইঞ্জিন দিয়ে চালানো এই যানটা কখনোই বাস আর গাড়ীর সাথে রাস্তার লেন শেয়ার করতে পারে না, এমন কি রিক্সা-ভ্যানগাড়ির সাথেও না। 

যারা দেশের একটিভ মানুষদের টুকটাক খবর রাখেন তারা সবাই হয়তো চিনবেন এই আপুটাকে, দেশে-বিদেশে পর্বত বিজয় করে আপনাদেরই বাংলাদেশের পতাকা উড়িয়ে আসা তার রেগুলার কাজ ছিলো, আজকে সকালেই হাতিরঝিলে রানিং শেষ করে চন্দ্রিমার পাশের রোড দিয়ে ফেরার পথে একটা এক্সিডেন্ট আমাদের কাছ থাকে এই আপুটাকে নিয়ে চলে গেলো। 

সাইকেলটার চাকা দুইটা দেখলেই বুঝবেন ধাক্কাটা কোন দিক দিয়ে এসছিলো, আপুটার করার কিছু ছিলো কি না নিজেরাই বুঝতে পারবেন। 

ঢাকায় সাইকেলিস্ট বাড়ছে এখন, এটা সরকার এবং আমাদের জন্য সুখবর হতে পারতো যদি সাইকেলিস্টদের জন্য শহর জুড়ে লেন আলাদা করা থাকতো। 

কিন্তু আমাদের কথা শুনবেই বা কে? এই আজব দেশকে যারা রিপ্রেজেন্ট করে তাদের দাম এই দেশ কবেই বা দিতে পেরেছে?

Rest in peace now, আপু, এই দেশ তোমার যোগ্য ছিলোই না কোনো দিনো। 

No comments:

Post a Comment